টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার
Coxsbazarreport.com
প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন /
০
কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ শরীফ (১৭) নামে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়াপাড়া মুছনী ক্যাম্প, বি-ব্লকের পাহাড়ের পাদদেশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত শরীফের বাবা আব্দুল কুদ্দুস ও মা মিনারা বেগম জানিয়েছেন, তাদের ছেলে নয় দিন আগে নিখোঁজ হন। তবে এ বিষয়ে তারা কোনো আইনগত পদক্ষেপ নেননি।
শরীফের খালা সাজেদা বেগম বলেন, “নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। শরীফের সঙ্গে কারো শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই।”
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
//টিআর
আপনার মতামত লিখুন :