কক্সবাজার রিপোর্ট :
শীতে সবচেয়ে বেশি মানবেতর দিন কাটে পথশিশু ও হতদরিদ্র লোকজন। এসব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে শতাধিক পথশিশু ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর।
বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের কবিতা চত্তর সংলগ্ন ঝাউবাগানে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের সভাপতি আমিনুল ইসলাম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, শহর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পর্যটন আবাসিক জোন এর সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সাগর ও সহসাধারণ সম্পাদক রাশেদুল আরফাত প্রমুখ। শীতের মধ্যে হতদরিদ্ররা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি।
//টিআর
আপনার মতামত লিখুন :