চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন /
চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মো. জিসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জিসান বান্দরবান জেলার আলীকদম উপজেলার আবাসিক এলাকার বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার পরিদর্শক আরিফ হাসান জানান, সকালে আলীকদম থেকে মোটরসাইকেলে করে বান্দরবানের উদ্দেশে রওনা দেন জিসান। দুপুরে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিসান মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী বাস নিয়ে পালিয়ে যান। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

//টিআর