কক্সবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন /
কক্সবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

কক্সবাজার রিপোর্ট :

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”, ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলায় শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫।

 

সোমবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তারুণ্যের উৎসব-২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত এবারের মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা তুলে ধরেছেন। বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় নিয়ে কাজ করেছেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বিজ্ঞান শিক্ষার গুরুত্ব এবং প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

//টিআর