তারেকুর রহমান
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদ এ আদেশ দেন।
এর আগে, গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার দুই আসামির রিমান্ড আবেদন করেন আদালতে। কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে তাহসিন মোহাম্মদ রেজা (২৫) এবং তামিম মোহাম্মদ রেজা (২২)।
ওসি গোলাম জিলানী বলেন, গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আজ মঙ্গলবার শুনানি শেষে বিজ্ঞ বিচারক দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন ডা. সজীব কাজী নামে এক চিকিৎসক। আহত সজীব হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন। বুধবার সজীব কাজী বাদী হয়ে মামলা করেন। মামলায় এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোগীর মৃত্যুর পর স্বজনরা সিসিইউতে প্রবেশ করে প্রথমে চিকিৎসকের কক্ষে ভাঙচুর চালান। পরে চিকিৎসক সজীবকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তাকে হাসপাতালের চারতলা থেকে নিচে নামিয়ে মারধর করতে থাকেন। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালটিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে চিকিৎসকরা। এরপর থেকে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ ছিল।
//
আপনার মতামত লিখুন :