কক্সবাজার রিপোর্ট :
অপুষ্টি মোকাবিলা ও সকলের জন্য পুষ্টির নিশ্চিতকরণের বৈশ্বিক প্রচেষ্টা ‘নিউট্রিশন ফর গ্রোথ’সামিটের প্রতিশ্রুতি পর্যালোচনা ও প্রস্তুতির জন্য কক্সবাজারে আঞ্চলিক পর্যায়ের এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে স্থানীয় একটি হোটেলে জেলা স্বাস্থ্য বিভাগ, অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও, ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই কর্মশালায় পুষ্টি খাতে কৌশলগত উন্নয়নের প্রয়োজনীয়তা এবং নীতিমালা প্রণয়নের অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
নিউট্রিশন ইন্টারন্যাশনালের ‘অ্যাডপটিং এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ ফর নিউট্রিশন (আমান)’ প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, প্রতি চার বছর পর পর ‘নিউট্রিশন ফর গ্রোথ‘ সামিট আয়োজন করা হয় যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ ও বিভিন্ন আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় যুক্তরাজ্যের উদ্যোগে ‘নিউট্রিশন ফর গ্রোথ’ সামিট সূচনা হয়, যার লক্ষ্য ছিল বৈশ্বিক পুষ্টি উন্নয়ন ও অপুষ্টি দূরীকরণ। এর পর থেকে অলিম্পিক আয়োজক দেশগুলোর মাধ্যমে এই উদ্যোগের প্রসার ঘটে, যেখানে পুষ্টি খাতে বিনিয়োগ ও নীতি নির্ধারণে বৈশ্বিক প্রতিশ্রুতি নেওয়া হয়।
কর্মশালায় বক্তারা আরও বলেন, পুষ্টি উন্নয়ন শুধু স্বাস্থ্য নয়, বরং অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের অন্যান্য অঞ্চলের মত কক্সবাজারের শিশু, কিশোর-কিশোরী এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
‘নিউট্রিশন ফর গ্রোথ’ এর লক্ষ্য হলো, শিশুদের মধ্যে অপুষ্টি হ্রাস, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সকল জনগোষ্ঠীর জন্য পুষ্টি নিশ্চত করা এবং স্থানীয় পর্যায়ে টেকসই পুষ্টি কার্যক্রম চালু করা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সরকারি ও বেসরকারি পর্যায়ে বর্তমান চলমান কার্যক্রমকে আরও জোরদার করতে, কমিউনিটি-ভিত্তিক পুষ্টি কার্যক্রম, এবং শিশু ও মায়েদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য সরবরাহের উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় কক্সবাজারে মায়েদের কম ওজনে সন্তান প্রসব এবং রক্তশূন্যতা মোকাবেলার চ্যালেঞ্জ, খাদ্যের প্রাপ্যতা এবং কৃষি, মৎস্য, প্রাণীসম্পদের ক্ষেত্রে এ জেলায় খাদ্য নিরাপত্তার অবস্থা, জলবায়ু প্রভাবসহ এখানকার চ্যালেঞ্জ, বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কভারেজ, জেলায় পুষ্টি সংবেদনশীলতায় কী কী সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে, জেন্ডার এবং অন্যান্য ক্রস-কাটিং সমস্যা যেমন- উন্নয়ন কর্মসূচীতে, বিশেষ করে পুষ্টি-প্রত্যক্ষ এবং পরোক্ষ বিষয়গুলিতে কীভাবে জেন্ডার একটি ক্রস-কাটিং ইস্যু হিসাবে বিবেচনা করা যায় এসব বিষয়ে উপস্থিতি অংশগ্রহণকারীদের তাদের মতামত উপস্থাপন করেন।
কর্মশালায় কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের বিশেষজ্ঞ পরামর্শক ডা. এএফএম ইকবাল কবির, ডা. মহসিন আলী এবং ডব্লিউএইচও এর প্রোগ্রাম অফিসার কাজী মো. ওবাইদুল হক ছাড়াও স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিতি অংশগ্রহণকারীগণ আশা করেন, এই কর্মশালার সুপারিশগুলো জাতীয় নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কক্সবাজারসহ পুরো দেশের পুষ্টি পরিস্থিতি উন্নয়নে সহায়ক হবে।
প্রসঙ্গত, ‘নিউট্রিশন ফর গ্রোথ’সামিট হলো একটি বৈশ্বিক উদ্যোগ, যা ২০১৩ সালে শুরু হয় এবং এর লক্ষ্য হলো বিশ্বব্যাপী অপুষ্টি দূরীকরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
//টিআর
আপনার মতামত লিখুন :